
এজাহার সূত্র ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী শিক্ষার্থী নায়ারণগঞ্জ এলাকায় নানার বাড়িতে থেকে সেখানকার একটি স্কুলে পড়াশুনা করে। স্কুল বন্ধ থাকায় সম্প্রতি সে নিজ বাড়িতে আসে। পরে ওই কিশোরীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ৫ আগস্ট থেকে ধর্ষণ করে আসছিল আপন চাচা (২৫)।
একপর্যায়ে ওই কিশোরী শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। পরে তার বাবা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মামলা দায়েরের আগেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


