জুমবাংলা ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলায় এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মহরম হোসেন (২৭)।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছাইকোলা চৌরাস্তা মোড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মহরম উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, মহরম হোসেন ছাইকোলা চৌরাস্তা মোড়ে আমজাদ হোসেনের স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন।
বৃহস্পতিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন ডাকাডাকি শুরু করেন। তার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দোকানের শাটার খুলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় মাফলার পেঁচানো ছিল।
এতে প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা মহরমকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। দোকানে সোনা-রুপার গহনাসহ মালামাল পাওয়া যায়নি। তবে কী পরিমাণ মালামাল ছিল তা দোকান মালিকের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।