
জুমবাংলা ডেস্ক: বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে আজ বুধবার বেলা ১১ টায় চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৪ শত টাকা জরিমানা করেছে।
Advertisement
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বাসসকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুউদ্দীন মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে চান্দিনা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


