আন্তর্জাতিক ডেস্ক : তীব্র অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের অনুরোধে তিনি পদত্যাগে রাজি হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের বাসভবনে গোটাবায়া রাজাপাকসের নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মাহিন্দা পদত্যাগ করতে রাজি হয়েছেন।
শ্রীলঙ্কার মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে—চলমান আর্থিক সংকট সামাল না দিতে পারার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হবে।
কলম্বো পেজের প্রতিবেদনে আরও বলা হয়, একটি বিশেষ বিবৃতি দিয়ে আগামীকাল সোমবার পদত্যাগ করতে পারেন মাহিন্দা রাজাপাকসে।
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় গত শুক্রবার রাত থেকে ফের জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট। বৈদেশিক ঋণের ভারে ভেঙে পড়া অর্থনীতির জন্য রাজনীতিকদের দায়ী করে দেশব্যাপী বিক্ষোভ করছেন শ্রীলঙ্কার নাগরিকেরা। দিন দিন বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিক্ষোভকারীরা গোটাবায়া সরকারের পদত্যাগ দাবি করছেন। এর মধ্যে দেশে জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।