আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ গত চার বছরে দ্বিগুণ বেড়েছে। সোমবার (৫ মে) প্রকাশিত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সবশেষ অর্ধ-বার্ষিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। খবর রয়টার্স
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসের শেষে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ দাঁড়িয়েছে ১১.৭০ শতাংশ, যা ২০২১ সালের মার্চে ছিল মাত্র ৫.৮৭ শতাংশ। এমনকি ২০২৪ সালের সেপ্টেম্বরেও এই হার ছিল ৯.৩২ শতাংশ।
আরবিআইর তথ্যমতে, চলতি বছরের মার্চের শেষ নাগাদ কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৯.৫৯ মেট্রিক টনে; যেখানে ছয় মাস আগেও পরিমাণ ছিল ৮৫৪.৭৩ মেট্রিক টন। বর্তমানে থাকা স্বর্ণের মধ্যে ৫১১.৯৯ মেট্রিক টন স্বর্ণ রাখা হয়েছে দেশের অভ্যন্তরে; যা গত সেপ্টেম্বর শেষে ছিল ৫১০.৪৬ মেট্রিক টন।
তবে বর্তমানে থাকা স্বর্ণের মধ্যে ৩৪৮.৬২ মেট্রিক টন স্বর্ণ ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের (বিআইএস) নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া ১৮.৯৮ মেট্রিক টন স্বর্ণ রাখা হয়েছে আমানতের আকারে।’
কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত তাদের সম্পদের বৈচিত্র্য আনার, আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর এবং ঝুঁকি কমানোর জন্য স্বর্ণের রিজার্ভ রাখে। স্বর্ণ মুদ্রাস্ফীতি ও মুদ্রার ওঠানামার বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে কাজ করে। বিশ্ববাজার এবং মুদ্রার অস্থিতিশীলতার মধ্যে, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের ক্রয় বৃদ্ধি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।