জুমবাংলা ডেস্ক: অকালেই না-ফেরার দেশে চলে গেলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এবং ‘চারণ’ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক মেজবাহ উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ভারতের একটি হাসপাতালে রবিবার (২২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেজবাহ উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কলকাতায় যান মেজবাহ।
তারা জানান, শনিবার সন্ধ্যার দিকে হৃদরোগে আক্রান্ত হন মাত্র ৩৭ বছরে এই সমাজ আন্দোলন কর্মী। পরে তাকে কলকাতা হার্ট ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে মারা যান তিনি।
মেজবাহর শ্যালক রিফাত জানান, ইমিগ্রেশনের ঝামেলা পেরিয়ে মঙ্গলবার দেশে আসবে মেজবাহের মরদেহ। রিফাত বলেন, জীবনে কারো সাহায্য না নেওয়া মানুষটা অন্য মানুষের কাঁধে করে ফিরবেন গ্রামের বাড়িতে চট্টগ্রামের পটিয়ায়। সেখানেই তার দাফন হবে।
মেজবাহর অকালপ্রয়াণে চারণ পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এবং সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের নেতা মেজবাহ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করে আত্মনিয়োগ করেছিলেন বিপ্লবী রাজনীতিতে।
আমৃত্যু দায়িত্ব পালন করেছেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য এবং ‘চারণ’ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক হিসেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।