বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাঝপথে শেষ হবে না স্কুটারের চার্জ, চার্জ না দিয়ে পৌঁছে যাবেন গন্তব্যে আসছে বাজাজের এই স্কুটার! নতুন প্রযুক্তি যুক্ত করতে চলেছে বাজাজ। জানেন কি সেই প্রযুক্তি? একদিকে পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দাম অপরদিকে পরিবেশ দূষণ এমন অবস্থায় এই দুই-এর হাত থেকে মুক্তি পেতেই বিকল্প পথ হিসেবে উঠে এসেছিল ইলেকট্রিক গাড়ির কথা। তবে এখন আর বিকল্প নয় বরং গ্রাহকদের অন্যতম পছন্দের হয়ে উঠছে ইলেকট্রিক গাড়ির, প্রতিনিয়ত চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির।
আর দেশের মানুষের বাড়িতে থাকা চাহিদার কথা মাথায় রেখে পেট্রোল ডিজেল চালিত গাড়ি প্রস্তুতকারক সংস্থা গুলি বেশি করে ঝুকছে ইলেকট্রিক গাড়ি তৈরীর দিকে। তবে এই গাড়ি কেনার আগে সব থেকে বেশি গ্রাহকরা চিন্তা করেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন এখনো সংখ্যায় অনেক কম। তাই মাঝপথে চার্জ শেষ হয়ে গেলে কি হবে এই চিন্তাতে ইলেকট্রিক গাড়ি কেনার ইচ্ছা থাকলেও সেই নিয়ে দ্বন্দ্বে থাকেন অনেকে। এবার তাদের জন্যই সুখবর।
ব্যাটারি ব্যাকআপ নিয়ে আর করতে হবে না টেনশন। এই সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছে ভারতের অন্যতম সেরা বাইক নির্মাণ কোম্পানি BAJAJ ভারতের বাজারে নতুন একটি প্রযুক্তি সামনে আনতে চলেছে BAJAJ, বিদেশের মাটিতে এই প্রযুক্তি চালু থাকলেও ভারতের মাটিতে প্রথম এই কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত এই প্রযুক্তি যুক্ত করতে চলেছে।
ইতিমধ্যে এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছে Bajaj আসলে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি গ্রাহকদের জন্য পরিবর্তন যোগ্য ব্যাটারির ফিচার যুক্ত করতে চলেছে তাদের ইলেকট্রিক স্কুটারে। যদি এই প্রচেষ্টা সফল হয় তাহলে নির্দিষ্ট গন্তব্যের যাওয়ার আগে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল চিন্তার কিছুই থাকবে না। এক মিনিটের মধ্যেই নতুন ব্যাটারি যুক্ত করতে পারবেন আপনি। আশা করা হচ্ছে এই প্রযুক্তি যুক্ত হলে ইলেকট্রিক স্কুটার বা বাইক ইন্ডাস্ট্রির অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।