নাজমুল ইসলাম : অনলাইনে ক্যাশ জমা দেয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি করে করে দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য প্রচারের পর গ্রাহকদের মাঝে আরও বেশি আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে।
এ অফার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) ‘নগদ’– বিকাশের মাধ্যমে লেনদেনে যেখানে প্রতি হাজারে ১২ থেকে ১৮ টা পর্যন্ত খরচ হয়ে থাকে সেখানে ইসলামি ব্যাংক ব্যাংলাদেশ অনলাইন লেনদেনে গ্রাহকদের জন্য বিশাল সুযোগ তৈরি করে দিয়েছেন।
এর আগে নিজ জেলার মধ্যে গ্রাহকদের ২০ হাজার টাকা পর্যন্ত পাঠানোর জন্য খরচ হতো ২৫ টাকা। এখন এই অফারের পর আর কোন খরচ হচ্ছে না। তবে প্রতিটি এ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ ২ বার লেনদেন ও সর্বোচ্চ ১ লাখ টাকা লেনদেন করা যাবে।
আন্ত:জেলার মধ্যে ২০ হাজার টাকা পর্যন্ত ২৫ টাকা খরচ হতো। এই মুহূর্তে কোনও খরচ নেই। প্রতিটি এ্যাকাউন্টে দিনে ২টি লেনদেন এবং সর্বোচ্চ এক লাখ টাকা লেনদেন করা যাবে।
এ বিষয়ে ইসলামি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জুমবাংলাকে বলেন, অনলাইনের মাধ্যমে ইসলামি ব্যাংকের গ্রাহকরা দেশের যে কোন প্রান্তে যে কারও হিসাবে টাকা পাঠাতে পারবেন। ব্যাংকিং নিয়মে অন্য আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান তারা হাজারে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত চার্জ নেয় সে ক্ষেত্রে ইসলামী ব্যাংকে ক্যাশ টাকা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে যে খরচ হয় তা খুবই কম। এর পরেও আমাদের পক্ষ থেকে গ্রাহকদের সেবা ও সুযোগ সুবিধা প্রদানের লক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সেবা ফ্রি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।