Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কোনো চালক ছাড়াই একজন যাত্রী নিয়ে চালু হওয়ার পর লাইনচ্যুত হল ট্রেন। বুধবার এঘটনা ঘটেছে ইতালিতে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ওই দেশের সংবাদমাধ্যম।
জানা গেছে, ট্রেনটির চালক এবং কন্ডাক্টর ট্রেনটি স্টেশনে থামিয়ে বিরতিতে যায়। তখন ট্রেনটিতে একজন যাত্রী ছিল। কিন্তু হঠাৎই ট্রেনটি কোনো চালক ছাড়াই মিলানের উত্তর দিকে প্রায় সাত কিলোমিটার এগিয়ে যায়। সাত কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এঘটনায় ট্রেনের যাত্রীসহ মোট ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কী কারণে ট্রেনটি কোনো চালক ছাড়াই চলতে শুরু করেছিল সেটি তদন্তের মাধ্যমে দেখা হবে। এএফপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।