শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও সরকারি বন্ধ মিলিয়ে টানা চার দিনের ছুটিতে পর্যটকদের ভ্রমণ সুবিধার্থে চালু হয়েছে ‘বিশেষ ট্রেন’। ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে এই ট্রেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন, যা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। একইসঙ্গে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রাত ১০টা ৩০ মিনিটে যাত্রা করেছে। এই ট্রেনটিও ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চলবে।
প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে মোট ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসন সুবিধা থাকবে যাত্রীদের জন্য। নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতো এই বিশেষ ট্রেনগুলোতেও থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, ‘দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারগামী যাত্রীদের চাপ বেড়ে যায়। সেই বিবেচনায়ই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।’
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় ১৮টি কোচ নিয়ে স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। প্রথম দিনে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে এরপর ঢাকা-কক্সবাজার রুটে চলবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।