বিজনেস ডেস্ক : এশিয়ার দেশগুলোয় চালের দাম কমতে শুরু করেছে। সর্বশেষ সপ্তাহে ভারত ও থাইল্যান্ডে রফতানিযোগ্য চালের দাম আগের সপ্তাহের তুলনায় কমে গেছে। তবে এ সময় ভিয়েতনামের বাজারে রফতানিযোগ্য চালের দাম বাড়তির দিকে ছিল।
চাল রফতানিকারক দেশগুলোর তালিকায় ভিয়েতনামের অবস্থান বিশ্বে তৃতীয়। সর্বশেষ সপ্তাহে দেশটির বাজারে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের সর্বোচ্চ দাম উঠেছে টনপ্রতি ৩৭০ ডলার। আগের সপ্তাহেও দেশটিতে রফতানিযোগ্য চাল টনপ্রতি ৩৬০ ডলারে বিক্রি হয়েছিল। অর্থাৎ, ভিয়েতনামে এক সপ্তাহের ব্যবধানে খাদ্যপণ্যটির দাম বেড়েছে টনে সর্বোচ্চ ১০ ডলার। ভিয়েতনামের মেকং নদী বিধৌত এলাকায় পানি সংকটের জের ধরে ধান-চাল উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্যপণ্যটির দাম বাড়তির দিকে রয়েছে।
তবে ভিয়েতনামে বাড়লেও ভারত ও থাইল্যান্ডে চালের দাম কমতির দিকে ছিল। সর্বশেষ সপ্তাহে বিশ্বের দ্বিতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ থাইল্যান্ডে খাদ্যপণ্যটির দাম কমেছে টনে ৮ ডলার। এ সময় দেশটিতে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৮৫-৩৮৮ ডলারে। এক সপ্তাহ আগেও দেশটিতে প্রতি টন চাল ৩৯৪ ডলারে বিক্রি হয়েছিল। রফতানি চাহিদা তুলনামূলক কম থাকা ও মুদ্রাবাজারে ডলারের বিপরীতে থাই বাথের দুর্বল অবস্থান দেশটির বাজারে চালের দাম কমিয়ে দিয়েছে।
চাল রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক তালিকায় ভারত শীর্ষ অবস্থানে রয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশটির বাজারে প্রতি টন রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চাল ৩৭৫-৩৭৮ ডলারে বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও দেশটিতে রফতানিযোগ্য চালের দাম ছিল টনপ্রতি ৩৭৭-৩৮০ ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে ভারতের বাজারে রফতানিযোগ্য চালের দাম টনে ২ ডলার কমেছে।
খবর : বিজনেস রেকর্ডার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।