বিনোদন ডেস্ক: এবারের ঈদে তিনটি ছবি মুক্তি পেলেও দর্শকদের পছন্দের শীর্ষে অবস্থান করছে রায়হান রাফির পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘পরাণ’।
‘পরাণ’ চলচ্চিত্রের প্রধান তিন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।
অন্য দুটি ছবি হলো- ‘দিন: দ্য ডে’ এবং ‘সাইকো’। মোর্তেজা অতাশ জমজম পরিচালিত ‘দিন: দ্য ডে’তে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। আর অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ চলচ্চিত্রের প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন পূজা চেরী ও জিয়াউল রোশান।
ঈদের দিন ১০ জুলাই ১১টি হলে পরাণ মুক্তি পেলেও দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে ১৫ জুলাই থেকে বাড়ছে প্রেক্ষাগৃহের সংখ্যা। সংবাদমাধ্যমকে তথ্যটি জানিয়েছে সিনেমাটির পরিবেশক অভি কথাচিত্র।
জাহিদ হাসান অভি বলেন, ‘মুক্তির দিন থেকেই সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ বেড়েই চলেছে। দ্বিতীয় দিন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। সিনেমা হাউসফুল হওয়ায় অনেকেই টিকেট না পেয়ে ফিরে যাচ্ছেন। তাই দর্শকের কথা বিবেচনা করে শো বাড়ানো হয়েছে।’
‘পরাণ’ সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সাজাহান সৌরভ ও রাফি।
ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ এবং ‘দিন: দ্য ডে’ সম্পর্কে জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ঈদের পরদিন থেকে বাংলাদেশি ছবি দুটি বিকাল ও সন্ধ্যার দুই শো–ই হাউসফুল যাচ্ছে। দুটি ছবির দর্শক হাউসফুল থাকলেও দর্শক রিভিউতে এগিয়ে আছে ‘পরাণ’।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ আই রাজু জানান, ‘দিন: দ্য ডে’র থেকে ‘পরাণ’ এর দিকে দর্শকদের ঝোক ক্রমশই বাড়ছে। ‘পরাণ’ ছবির প্রতি দর্শকের আগ্রহও বাড়তে থাকার কারণে প্রদর্শনীসংখ্যা বাড়াতে বাধ্য হয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।