আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রোপচারের সময় চিকিৎসকের ‘ভুলে’ আগুনে পুড়ে যায় এক ক্যান্সার রোগী। পরবর্তীতে ওই রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটেছে রোমানিয়ায়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ২২ ডিসেম্বর দেশটির রাজধানী বুখারেস্টে ফ্লোরেস্কা হাসপাতালের চিকিৎসকেরা অপারেশনের আগে এক ক্যান্সার রোগীর (৬৬) ওপর অ্যালকোহল জাতীয় জীবাণুনাশক ব্যবহার করেন। এরপর চিকিৎসকেরা ইলেকট্রনিক স্ক্যাপেল ব্যবহার করেন। এতে ওই ক্যান্সার রোগীর গায়ে আগুন ধরে যায়।
বিবিসি অনলাইন তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগুনে ওই রোগীর ৪০ শতাংশ শরীর পুড়ে যায়। এরপর ওই হাসপাতালেই গতকাল রবিবার তিনি মারা যান। তিনি অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছিলেন।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই রোগীর পরিবারের লোকজন সংবাদ মাধ্যমে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র ‘একটি দুর্ঘটনা’ ঘটেছে বলে তাদের জানিয়েছে। তবে ঠিক কি ঘটেছে তার বিস্তারিত কিছু বলেনি।
তারা আরও জানান, পরবর্তীতে আমরা গণমাধ্যম থেকে বিস্তারিত কিছু জানতে পারি। আমরা কোন অভিযোগ করছি না কিন্তু আসলে কি ঘটেছে তা বুঝতে চাচ্ছি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী ভিক্টর কস্টাচি এই ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন । বিবিসি, নিউ ইয়র্ক পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।