সামাজিক মাধ্যমে আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ও বিজনেস সাইকোলজির গবেষক ড. আশমিজা মাহামেদ ইসমাঈলের কিছু পার্সোনালিটি টেস্ট খুব সাড়া জাগিয়েছে। তিনি অত্যন্ত সহজ ও সুন্দর ভাষায় ছবিতে আমরা প্রথম নজরেই যা দেখতে পাই, তার ওপর ভিত্তি করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এর ব্যাখা দেন। আর এ থেকেই ধারণা করা যায়, আমাদের কার মাঝে কেমন মানবিক গুণাবলী ও বৈশিষ্ট্য থাকে।
এবারের ছবিটিতে প্রথম দেখায় কেউ কেউ একটি চেহারা দেখেন। আবার কেউ দেখেন দুটি। আর সে থেকেই কিছুটা ধারণা পাওয়া যায় আপনি জীবনসঙ্গী হিসেবে কেমন। আসলে নিজের জীবনসঙ্গীর ভুল আর কমতিগুলো খুব সহজেই দেখি আমরা। কিন্তু আপনি নিজে আসলে সঙ্গী হিসেবে কেমন তা জানতে সাহায্য করতে পারে এই পার্সোনালিটি টেস্ট ইমেজটি।
একটি চেহারা দেখলে যা বুঝতে হবে
আপনি আপনার সঙ্গীকে খুব ভালো বোঝেন। আর সেজন্য আপনাকে ফাঁকি দেওয়া বা আপনার কাছ থেকে কিছু গোপন করা তাঁর জন্য কঠিন। আপনার জীবনবোধ খুব পরিস্কার। আর তা দাম্পত্য বা লাভ লাইফের বেলায়ও সত্য। আপনার সঙ্গী আপনার অপরে খুব নির্ভর করেন। সব বিপদে আপনাকেই খোঁজেন। তবে এই ক্ষমতা কাজে লাগিয়ে তাঁকে সাপোর্ট দেওয়ার কাজটি আপনারই করতে হবে নিজ থেকে।
দুটি চেহারা দেখলে যা ধরে নিতে হবে
আপনি খুবই সোজাসাপ্টা একজন মানুষ। খোলামেলা কথা বলতে পছন্দ করেন আপনি সঙ্গীর সঙ্গে। আবেগ হোক বা বাস্তবতা, স্পষ্ট প্রকাশ করেন আপনি। আর আপনার সঙ্গীর কাছ থেকেও তাই চান। আপনার ধারনা বা ইনট্যুশন খুবই শক্তিশালী। সে অনুযায়ী নিজের দাম্পত্য জীবন বা লাভ লাইফের প্রতিটি ছোট-বড় পদক্ষেপ নেন আপনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।