
বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬ নভেম্বর রাতে তার বাইপাস সার্জারি হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২ টায় তাকে কেবিনে নেওয়া হয়। নাঈমের স্ত্রী ও নব্বই দশকের সাড়া জাগানো অভিনেত্রী শাবনাজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শাবনাজ বলেন, ‘নাঈম ভালো আছেন। দেশবাসির কাছে দোয়া প্রত্যাশা করছি। সবার দোয়া ও ভালোবাসায় যেনো তিনি দীর্ঘজীবন পান।’ ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন। বর্তমানে তারা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও অসংখ্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে এখনো তুমুল জনপ্রিয় এই জুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


