
শনিবার (১৪ আগস্ট) বিকালে বিক্ষুব্ধ নাগরিকজন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন পেশার মানুষ পরীর মুক্তি দাবি করেছেন।
বক্তারা বলেন, ‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে। যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছে, তাহলে তাকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হচ্ছে?’
তারা আরও বলেন, ‘তিনি একজন শিল্পী, তার হেনস্তা মেনে নেওয়া যায় না। আমরা সরকার বিরোধী কোন কথা বলছি না। আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরিমণিকে ফিরিয়ে দিন। আমরা তাকে আবারও শুটিং সেটে দেখতে চাই।’
সমাবেশে বক্তব্য রাখেন অভিনেতা আজাদ আবুল কালাম, মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন, রবীন আহসান, রায়হান কবীর রণ, নির্মাতা রাশীদ পলাশ, গোলাম রাব্বানী, লাইজু জাহানসহ অন্যান্য সাংস্কৃতিক-কর্মীরা।
এ সময় তার গ্রেফতার প্রক্রিয়া অন্যায় দাবি করে সেই অন্যায়ের বিচার চেয়েছেন বক্তারা। এছারাও সমাবেশে বক্তারা দাবি করেন, সাত দিনের মধ্যে পরীমণিকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



