চিল ডানা না ঝাপটিয়ে যেভাবে ওড়ে

চিল

সব পাখি আকাশে ওড়ার সময় ডানা ঝাপটায়, কিন্তু চিল পাখি ডানা না ঝাপটিয়ে আকাশে কীভাবে ওড়ে। পাখির ওড়ার সঙ্গে ডানা ঝাপটানোর সম্পর্ক কী? সুন্দর প্রশ্ন। আমার যদি পাখা থাকত, তাহলে মহা আনন্দে আকাশে ভেসে বেড়াতে পারতাম। কিন্তু এর প্রয়োজন রইল না। কারণ আমাদের আছে উন্নত মস্তিষ্ক। আবিষ্কার করেছি উড়োজাহাজ। পাখিদের চেয়েও অনেক উঁচুতে উড়তে পারি, তাই না?

চিল

উড়োজাহাজ আর পাখির আকাশে ওড়ার কৌশল কিন্তু একই। তবে পাখির মতো উড়োজাহাজ পাখা ঝাপটায় না। মূল কথা হলো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, যেন পাখি বা উড়োজাহাজের শরীরকাঠামোর ওপরের অংশের বাতাসের চাপ নিচের অংশের চেয়ে কম থাকে।

ওপরের অংশের বাতাসের ঘনত্ব কমিয়ে চাপ কমানো হয়। ফলে ওপরমুখী টান (লিফট) সৃষ্টি হয়। এই টানই তাকে ওপরে টেনে নেয়। পাখি পাখা ঝাপটে আর উড়োজাহাজ তার পাখার আকৃতি প্রয়োজন অনুযায়ী ওপর-নিচ করে এই চাপের পার্থক্য সৃষ্টি করে।

চিলকেও কিন্তু ডানা ঝাপটাতে হয়, নাহলে সে আকাশে উড়তে পারবে না। চিল বা ইগলের পাঁজরের পেশি শক্তিশালী বলে সে অল্প সময় ডানা ঝাপটা দিয়ে বেশি গতি সঞ্চয় করে এবং সেই গতিতে বেশ কিছুক্ষণ ভেসে বেড়াতে পারে। এরপর আবার তাকে ডানা ঝাপটাতে হয়।