আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের তথ্য মতে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দমনমূলক নীতির কারণে ছয় লাখেরও নাগরিক চীন থেকে অন্য দেশে আশ্রয়ের জন্য অনুরোধ করেছে।
শি দায়িত্ব নেওয়ার পর থেকে চীনে বেশ কয়েকটি দমন-পীড়ন প্রয়োগ নীতি প্রয়োগ করা হয়েছে।
দ্য হংকং পোস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, দমন-পীড়নের ক্ষেত্রে কোনো চীনা নাগরিককে রেহাই দেওয়া হয় না। এমনকি বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা, ট্যানসেন্ট এবং দিদিসহ বেশ কয়েকটি কোম্পানিকে একাধিক তদন্তের মুখোমুখি হতে হচ্ছে।
সম্প্রতি ফাঁস হওয়া এক তথ্যে দেখা যায়, চীনের শীর্ষ ধনী নারী ইয়াং হুইয়ান সাইপ্রাসের গোল্ডেন পাসপোর্ট নিয়েছেন। এতে করে তিনি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, মানবাধিকার কর্মী বা গণতন্ত্রকে সমর্থন করে এমন যে কাউকেই চীনা সরকার ক্রমাগত টার্গেট করছে। সেইসঙ্গে, জাতিগত সংখ্যালঘুদের দমন চীনে নতুন স্বাভাবিক হয়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।