আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গতকাল সোমবার গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। একই দিনে অরুণাচলে অনন্য এক নজির সৃষ্টি হলো। ভারতীয় সেনাবাহিনীর মানবিক দৃষ্টিভঙ্গি দেখে প্রশংসা করেছে চীন।
জানা গেছে, চলতি বছরের ৩১ আগস্ট বিকেলে অরুণাচলের ইস্ট কামেনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জওয়ানরা দেখতে পান- একপাল চমরি গাই বাছুরসহ ঘোরাঘুরি করছে।
খোঁজ করে ভারতের সেনাবাহিনী জানতে পারে, ১৩টি চমরি গাই এবং চারটি বাছুর আসলে চীন থেকে এসেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গাই ও বাছুরগুলো ভারতে ঢুকে পড়েছে।
গত কয়েকদিন ধরে ভারতে ঘাস, পাতা খেয়ে দিন কাটছিল চমরি গাইগুলোর। সোমবার ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড সবগুলো চমরি গাই ও বাছুর চীনের সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, চীন-ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে অরুণাচলের এই ঘটনা তাৎপর্যপূর্ণ। এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর মানবিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।