আন্তর্জাতিক ডেস্ক : চীনকে তার আচরণ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ভারতের বিশেষজ্ঞরা। সীমান্তের অচলাবস্তার কারণে দেশ দুইটির মধ্যে এখন তিক্ত সম্পর্ক চলছে।
ভারতের বিশেষজ্ঞরা মনে করেন, যদি চীন ভারতের সঙ্গে কোনো অর্থপূর্ণ এবং ভালো সম্পর্ক দেখতে চায় তাহলে দেশটিকে ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করতে।
ভারতের সাবেক এক সিনিয়র কূটনীতিক অনিল কুমার এএনআইকে বলেন, ভারত বরাবরই বলেছে সীমান্তে অনুপ্রবেশ আসলেই একটি রেড লাইন। তবে চীন যেখানেই পারে স্থিতাবস্থা পরিবর্তনে বিশ্বাস করে এবং এটি করার চেষ্টা করে। কিন্তু গালওয়ানের ঘটনার পর তারা বুঝতে পেরেছে, ভারত শুধু দাঁড়িয়ে চুপ করে থাকবে না বা জবাব দেবে না।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এশিয়ার ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে অদূর ভবিষ্যতে ভারত ও চীনের সম্পর্ক কীভাবে গড়ে ওঠে তার ওপর। একটি ইতিবাচক গতিপথে ফিরে আসতে এবং টেকসই সম্পর্ক থাকার জন্য বন্ধনগুলি অবশ্যই তিনটি পারস্পরিকতার ওপর ভিত্তি করে তৈরি করা উচিত। এসব হচ্ছে, পারস্পরিক সংবেদনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থ। তাদের বর্তমান অবস্থা অবশ্যই আপনাদের সবারই জানা। আমি শুধু আবার বলতে পারি সীমান্তের অবস্থা সম্পর্কের অবস্থা নির্ধারণ করবে।
ভারতীয় বিশেষজ্ঞরা দেশটির মন্ত্রীর এই মন্তব্যকে ভারতের পররাষ্ট্রনীতির প্রতিফলন হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের বিশ্বাস, চীন যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তার বৈরী অবস্থান অব্যাহত রাখে তবে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি আর আগের মতো থাকবে না।
এনআইকে দেশটির মেজর জেনারেল (অব.) ধ্রুব সি কাটচ বলেন, পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আপনি যদি ভারত ও চীনের সমীকরণের অন্যান্য পরিস্থিতির উন্নতি করতে চান তবে প্রথমে এটি সীমান্ত দিয়ে শুরু করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।