আন্তর্জাতিক ডেস্ক : বেইজিংকে চাপে রাখতে নতুন কৌশল নিয়েছে ভারত। এর অংশ হিসেবে সীমান্ত বরাবর একাধিক রাস্তা, টানেল, সেনা ক্যাম্প তৈরি করেছে নয়াদিল্লী। এলএসি বরাবর এগুলো গড়ে তোলা হচ্ছে।
এরইমধ্যে চীন সীমান্ত বরাবর উত্তরাখণ্ডে নতুন টানেল তৈরির কাজ শুরু করেছে ভারত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঘেঁষে কাজ শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, স্ট্র্যাটেজিক টানেল তৈরির কাজ শুরু করার মাধ্যমে চীনকে কড়া বার্তা দেয়া হয়েছে বলে মনে করছে নয়াদিল্লী। এই টানেল দিয়ে ভারতীয় সেনাবাহিনী আরও দ্রুত সীমান্তে পৌঁছতে পারবে বলে জানা গেছে।
এছাড়াও তৈরি করা হয়েছে মডেল সেনা ক্যাম্প।
এদিকে সীমান্তের ওপারে চীনও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সেনা বাড়ানোর পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্রের সমাবেশও বাড়িয়েছে তারা। শুধু তাই নয়, ভারতীয় সীমান্তবর্তী এয়ারবেসে জঙ্গিবিমানও বাড়াচ্ছে চীন। এমনকি ভারতীয় সীমান্ত ঘেঁষে বিমানগুলো ঘোরাফেরা করছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



