রাশিয়ার তেল আমদানির বিষয়ে ভারতকে সতর্ক করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। এ ছাড়াও চীনতে মোকাবেলা করতে ভারতের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় রবিবার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্পের এই রিপাবলিকান সহকর্মী।
পোস্টে তিনি লিখেছেন, রাশিয়ান তেলের বিষয়ে ট্রাম্পের বক্তব্য ভারতকে গুরুত্ব সহকারে নিতে হবে। এ বিষয়ে সমাধান খুঁজে বের করার জন্য হোয়াইট হাউসের সাথে কাজ করতে হবে। এটা যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গলজনক।
তিনি বলেন, বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সৌহার্দ্য বর্তমান অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছে। বাণিজ্য বিষয়ে মতপার্থক্য এবং রুশ তেল আমদানির মতো বিষয়গুলো সমাধানে সংলাপের বিকল্প নেই।
India must take Trump's point over Russian oil seriously, and work with the White House to find a solution. The sooner the better.
Decades of friendship and good will between the world's two largest democracies provide a solid basis to move past the current turbulence.…
— Nikki Haley (@NikkiHaley) August 23, 2025
চীনকে মোকাবিলা করতে এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমাদের যৌথ লক্ষ্যগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। চীনকে মোকাবিলা করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ভারতের মতো একটি বন্ধু রাষ্ট্রকে প্রয়োজন।’
এর আগে ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ‘ভাঙনের কাছাকাছি’ বলে মন্তব্য করেছিলেন নিকি হ্যালি। সে সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে চায়, তবে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার ‘সঠিক পথে’ ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।