Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home চীনা ইউয়ানের দাম চার মাসে সর্বনিম্ন
অর্থনীতি-ব্যবসা আন্তর্জাতিক

চীনা ইউয়ানের দাম চার মাসে সর্বনিম্ন

Soumo SakibMarch 23, 20243 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের দরপতন হয়েছে গত শুক্রবার। ফলে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ইউয়ান। ডলারের বিপরীতে ইউয়ানের মানের যে মনস্তাত্ত্বিক সীমা আছে, তা থেকেও অনেকটা নিচে নেমে গেছে চীনা মুদ্রা। এই পরিস্থিতিতে মুদ্রার দরপতন ঠেকাতে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির নিয়ন্ত্রণ শিথিল করবে—এমন খবরে ইউয়ানের দরপতন হয়েছে।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, স্পট মার্কেটে ইউয়ানের দর মনস্তাত্ত্বিক সীমা পেরিয়েছে। গতকাল দিনের শুরুতে ডলারের বিপরীতে ইউয়ানের দর গত ১৭ নভেম্বরের পর সর্বনিম্ন ৭ দশমিক ২৪-এ নেমে যায়। চীনে ডলারের বিপরীতে ইউয়ানের ৭ দশমিক ২০ দরকে মনস্তাত্ত্বিক সীমা মনে করা হয়। এলএসএজি এইকন ডেটার তথ্যানুসারে, গতকাল পরের দিকে ডলারে বিপরীতে ইউয়ানের দর ৭ দশমিক ২৩ পর্যন্ত নামে।

এই পরিস্থিতিতে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডলার বিক্রি করে ইউয়ান কিনতে শুরু করে। ফলে দিনের শেষভাগে ইউয়ানের দর দাঁড়ায় ৭ দশমিক ২২।

গত তিন মাসে ডলারের বিপরীতে ইউয়ানের দর প্রায় ২ শতাংশ কমেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির নিয়ন্ত্রণ শিথিল করবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়ায় ইউয়ানের ওপর চাপ বাড়ে। মূলত অর্থনীতির পালে হাওয়া লাগাতে চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির রাশ ছাড়তে যাচ্ছে। অর্থাৎ নীতিসুদ হার কমাতে যাচ্ছে। সেই সঙ্গে জাপানি মুদ্রা ইউয়ান দুর্বল হওয়ার কারণেও চীনের কেন্দ্রীয় ব্যাংক এই পরিস্থিতির মুখে পড়েছে।

সম্প্রতি ১৭ বছর পর নীতিসুদ হার বাড়িয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। তারপরও ডলারের বিপরীতে ইয়েনের দর কমেছে; এ ছাড়া আরও কিছু এশীয় মুদ্রার দরও ডলারের বিপরীতে কমছে। এই পরিস্থিতিতে জেনেভাভিত্তিক ব্যাংক ইউবিপির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কার্লোস কাসানোভা রয়টার্সকে বলেন, এসব কারণে চীনা মুদ্রা ইউয়ানও চাপের মুখে পড়েছে।

কাসানোভা আরও বলেন, বাজারের মতিগতি দেখে মনে হচ্ছে, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস না করা পর্যন্ত ডলারের বিপরীতে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রার দরপতন হবে। ফেডের নীতিসুদ হ্রাসের দিনটিকে তিনি ‘ডি ডে’র (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিম ইউরোপ মুক্ত করার অভিযান; জুন ৬, ১৯৪৪) সঙ্গে তুলনা করেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ডি ডের যে ভূমিকা ছিল, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ফেডারেল রিজার্ভের নীতিসুদ কমানোর ঘোষণা তার সঙ্গে তুলনীয়।

দরপতন সীমার মধ্যে রাখতে চীনের কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে ইউয়ানের মধ্যবর্তী দর বেঁধে দিয়েছে ৭ দশমিক ১০০৪; অর্থাৎ ইউয়ানের দরবৃদ্ধি বা পতন এই বেঁধে দেওয়া দরের দুই শতাংশের মধ্যে থাকবে। যদিও বাজার বিশ্লেষকেরা বলছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংক বাজারের প্রত্যাশার চেয়ে বেশি দরে এই মধ্যবর্তী সীমা বেঁধে দিচ্ছে। শুক্রবার যে দর বেঁধে দেওয়া হয়েছিল, রয়টার্সের হিসাব অনুসারে, তা বাজারের হিসাবের চেয়ে বেশি।

এদিকে এশিয়ার বাজারে শেষ মুহূর্তের লেনদেনে গতকাল অফশোর ইউয়ানের দর ছিল ৭ দশমিক ২৭। গত বছরের ১৪ নভেম্বরের পর অফশোর বাজারে এটাই ইউয়ানের সবচেয়ে দুর্বল অবস্থান।

বৃহস্পতিবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর বলেছেন, নীতিসুদ হার কমানো ছাড়া তাঁদের হাতে আর যে অস্ত্র আছে, তা হলো ক্যাপিটাল রিজার্ভ রেশিও বা ব্যাংকের পুঁজির বিধিবদ্ধ হার হ্রাস করা। অর্থাৎ বাজারের প্রত্যাশার সঙ্গে সুর মিলিয়ে তিনি কথা বলেছেন। অর্থনীতির সম্প্রসারণে বাজার আরও স্থিতিশীলতা প্রত্যাশা করছে।

বিশ্লেষকেরা মনে করছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির নিয়ন্ত্রণ আরও শিথিল করার ইঙ্গিত দিলে ইউয়ানের দর খানিকটা কমে ৭ দশমিক ৩ পর্যন্ত যেতে পারে।
ইউয়ানের হঠাৎ এই দুর্বলতার প্রভাব চীনের শেয়ারবাজারেও পড়েছে। গতকাল দেশটির শেয়ার সূচকগুলোর মধ্যে মানদণ্ড হিসেবে পরিচিত সাংহাই স্টক ইনডেক্সের (এসএসইসি) পতন হয়েছে এক শতাংশ।

কার্লোস কাসানোভা বলেন, চীন যে ইউয়ানের দর ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৩ শতাংশ নামতে দিচ্ছে, এটা তার লক্ষণ। এই পরিস্থিতিতে চীনের শেয়ারবাজারেও তার প্রভাব অব্যাহত থাকবে। ইউয়ানের দর কম থাকলে বিনিয়োগকারীরা ইউয়ানে রক্ষিত সম্পদ বিক্রি করে ডলারে সম্পদ কেনার দিকে ঝুঁকে পড়বেন, সেটাই স্বাভাবিক।

এবার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কর ধার্যের প্রস্তাব আইএমএফের

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অর্থনীতি-ব্যবসা আন্তর্জাতিক ইউয়ানের চার চীনা দাম, মাসে সর্বনিম্ন
Related Posts
মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

December 15, 2025

আবারও বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন

December 15, 2025
মোবাইল ফোনের দাম

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

December 15, 2025
Latest News
মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

আবারও বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন

মোবাইল ফোনের দাম

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

হজ ও ওমরাহযাত্রীর শিশু

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

যাযাবর উপজাতি

বিয়ের জন্য যুবতীরা যেখানে বাছাই করেন পুরুষ

সোনার দাম

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হবে সোনা

প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় ৯ লাখ ভারতীয়

অস্ট্রেলিয়ায় মুসলিম যুবক

হামলাকারীর অস্ত্র ছিনিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন বিতরণ

Bank

জামানত ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত লোন, কিস্তি মাত্র ২,০৭৬ টাকা!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.