আন্তর্জাতিক ডেস্ক : আবারো চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এজন্য রাশিয়াফেরত ব্যক্তিদের দায়ী করছে সরকার। অবৈধভাবে চীনা-রুশ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ ঠেকাতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ হেইলংজিয়াং কর্তৃপক্ষ।
প্রাদেশিক সরকার নোটিশ দিয়ে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশকারীদের ব্যাপারে সঠিক তথ্য দিলে ৩ হাজার ইউয়ান পুরস্কার দেওয়া হবে। আর যদি কেউ তাদের হাতেনাতে ধরিয়ে দিতে পারে তাহলে কর্তৃপক্ষ ৫ হাজার ইউয়ান দেবে।
করোনা সংক্রমণ কমে যাওয়ার পর চীনে ৪০৯ জন রাশিয়াফেরত ব্যক্তির শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস অনুরোধ করেছে, একজন চীনা সুনাগরিকের উচিত দেশে না ফিরে রাশিয়ায় থেকে যাওয়া।
হেইলংজিয়াংয়ে সোমবার ৭৯ জন বিদেশফেরতের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তিনজন বাদে সব চীনা নাগরিক রাশিয়া থেকে ফিরেছে।
চীনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৮২২৪৯ জনের। প্রাণহানি হয়েছে ৩৩৪১ জনের। এছাড়া ৭৭৭৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



