Advertisement
  
  
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশে সোমবার রাতে এক সঙ্গে ৬টি গাড়ির সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
রাত ৯ টা ১১ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। হুজহু শহরের জননিরাপত্তা ব্যুরো এক ঘোষণায় জানিয়েছে সোমবার একটি এক্সপ্রেসওয়েতে সংঘটিত এই দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আরও তিনজন আহত হয়।
আহতরা চিকিৎসা নিচ্ছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


