বিনোদন ডেস্ক: দ্বিতীয় সপ্তাহান্তে বক্সঅফিসে মোটামুটি অঙ্ক যোগ করেছে ভিন ডিজেল ও জেসন মোমোয়া অভিনীত ‘ফাস্ট এক্স’। সব মিলিয়ে আধা বিলিয়ন অর্থাৎ, ৫০ কোটি ডলারের ঘর পার করেছে এরই মধ্যে। যার অনেকটা এসেছে চীনের বাজার থেকে।
সমালোচকদের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ভক্তরা দশম কিস্তি নিয়ে ততটা হতাশ নন। যার প্রকাশ ঘটেছে বক্স অফিস নাম্বারে।
ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, লুইস লেটেরিয়ার পরিচালিত ‘ফাস্ট এক্স’-এর বৈশ্বিক আয় ৫০ কোটি ৭০ লাখ ডলার ছাড়িয়ে গেছে। এর মাঝে বৈদেশিক বাজার থেকে এসেছে ৩৯ কোটি ৯৩ ডলার। উত্তর আমেরিকার দর্শক দিয়েছে ১০ কোটি ৮০ লাখ ডলার। দ্বিতীয় সপ্তাহান্তে ব্যাপক পতন সত্ত্বেও আন্তর্জাতিক বাজার থেকে তুলে নিয়েছে ৮ কোটি ৭৩ লাখ ডলার।
ওভারসিজ মার্কেটের মাঝে চীনে ভালো করছে ‘ফাস্ট এক্স’, এরই মাঝে ঝুলিতে পুরেছে ১১ কোটি ডলারের বেশি। ওয়ার্ড-অব-মাউথের কল্যাণের আয়ের অঙ্ক বড়সড় হয়েছে বলে জানাচ্ছে বাণিজ্য বিশ্লেষকরা। তারা এখন দেখার অপেক্ষায়, আয় কতটা ছড়ায়।
এদিকে ঘোষণা অনুযায়ী, আগামী ২০২৫ সালে মুক্তি পাবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের পরবর্তী কিস্তি। আরো আসছে ‘হবস অ্যান্ড শ’ স্পিনঅফ ও নারীচরিত্র নির্ভর নতুন কিস্তি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel