চীনে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর শোকজুমবাংলা ডেস্ক : চীনের গ্যানসু অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২২০ জনের মতো আহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এ মাত্রা ছিল ৬.২।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। হতাহতের পাশাপাশি সেখানের ভবনগুলো ভেঙে পড়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গানসুতে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। উদ্ধার, সময়মতো আহতদের চিকিৎসা ও হতাহতের সংখ্যা কমানোর জন্য প্রচেষ্টা জন্য এক বিবৃতিতে এম নির্দেশনা দেন প্রেসিডেন্ট।

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসিকে একসঙ্গে কাজ করা উচিত : প্রধানমন্ত্রী