চীনে মেলায় উড়ন্ত গাড়ি ও Emergency UAV সিস্টেম প্রদর্শন

Emergency UAV

সাংহাইতে সম্প্রতি শেষ হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। চীনের ফাইভ-জি প্রযুক্তির বিকাশ ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। এ আয়োজন চীনের টেলিকম বাজারের সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্বের বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো। ৫জি প্রযুক্তিতে চীন অনেক এগিয়ে গিয়েছে।

Emergency UAV

বিশ্বব্যাপী ফাইভ-জি স্টেশনের ৬০ শতাংশ এখন চীনের মধ্যে অবস্থিত। মোবাইল ফোন ব্যবহারকারীদের অর্ধেকের বেশি 5g ইউজ করে থাকে। ফাইভ-জি সিস্টেমে চলে আসা নতুন প্রযুক্তিগুলো ব্যবহারকারীদের উন্নত এক্সপেরিয়েন্স প্রদান করবে।

যেসব বিদেশী উদ্যোক্তা এখানে উপস্থিত ছিলেন তারা চীনের 5জির পরবর্তী ধাপ নিয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগকারীরা ৫জি প্রযুক্তির নানা ফিচার দেখতে এসেছেন সাংহাইতে। প্রযুক্তি ও স্বাস্থ সহ নানা জায়গায় ৯৪ হাজার প্রযুক্তির 5g সিস্টেম এর ব্যবহার করা সম্ভব হবে।

এখানে ফাইভ-জি সিস্টেমে পরিচালিত ড্রোন এবং উড়ন্ত গাড়ি প্রদর্শন করা হয়। গাড়ি সরাসরি সংযুক্ত থাকবে স্যাটেলাইট কমিউনিকেশনের সঙ্গে। যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই সেখান থেকে জরুরি বার্তা এবং বিপদ সংকেত পাঠানোর ক্ষেত্রে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম কাজে আসবে।

ইমারজেন্সি ইউএভি সিস্টেম এখানে পরিদর্শন করা হয়েছে। উদ্ধারকাজ চালানোর জন্য এবং যেখানে দুর্যোগ সংঘটিত হয়েছে সেখানে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ সিস্টেম কাজে আসবে। ফাইভ-জি প্লাস সংস্করণের উন্নতির ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ভূমিকা পালন করবে সেটিও এখানে দেখানো হয়েছে। ফাইভ-জি প্লাস সিস্টেম ব্যবহার করার মাধ্যমে চীনের সকল ইন্ডাস্ট্রি নতুন যুগে প্রবেশ করতে চলেছে।