চীনের দর্শক ছাড়া যে রেকর্ড গড়তে পারবে না ‘পাঠান’
বিনোদন ডেস্ক: ভারতীয় বাজারে শীর্ষ আয়ের হিন্দির সিনেমার স্থানটি আর কয়েকদিনের ভেতর দখল করে নেবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। তবে বিশ্ব বাজারে মোট হাজার কোটি রুপি আয় করে নিলেও শীর্ষ হওয়ার দৌড়ে পাড়ি দিতে হবে লম্বা পথ।
বৈশ্বিক আয়ে এখনো বলিউড তথা ভারতীয় সিনেমায় এক নম্বরে আছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। যার মোট আয় এক হাজার ৯১৪ কোটি রুপি। এর মাঝে হাজার কোটি রুপির বেশি এসেছে চীনের বাজার থেকে। দেশটিতে আমির খানের রয়েছে তুমুল জনপ্রিয়তা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সম্প্রতি হাজার কোটির অঙ্ক পেরিয়ে গেছে। এরই মধ্যে ভারতীয় সিনেমার প্রধান সব বাজারই মুক্তি পেয়েছে। এখন বড় বাজার বলতে বাকি আছে চীন। সেখানে বরাবরই ভারতীয় সিনেমা কোনঠাসা থাকে, ব্যতিক্রম শুধু আমির খান। এখন শাহরুখ যদি চীনা দর্শকদের মন জয় করতে পারেন তবে বলিউড বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখতে হবে।
ভারতীয় ছবি হিসেবে ‘পাঠান’ এখন বিশ্বে ৫ নম্বরে। ‘দঙ্গল’-এর পর থাকা ‘বাহুবলী টু’র ঝুলিতে রয়েছে এক হাজার ৭৪৭ কোটি রুপি। এর পর ‘কেজিএফ টু’ এক হাজার ১৮৮ কোটি। ‘পাঠান’-এর ঠিক আগেই থাকা ‘বাজরঙ্গি ভাইজান’-এর সংগ্রহ এক হাজার ১৭৪ কোটি রুপি।
যে কারণে খালি পায়েই আমেরিকার পথে রওনা দিলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।