চীনের স্মার্টফোনের মার্কেটে ২০১৯ সাল থেকে আধিপত্য বিস্তার করে আসছিল অ্যাপল। এখন সেই বাজারে আইফোন নেমে এসেছে চতুর্থ স্থানে। তাদের বিক্রি ও লভ্যাংশের পরিমাণও আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। চীন তার স্থানীয় ব্র্যান্ডের বিকাশের দিকে মনোযোগ দেওয়ায় এরকমটা হচ্ছে।
চীনের বাজারে অ্যাপল ডিভাইসের প্রাধান্য অনেকদিন ধরেই ছিল। তবে এখন চীনে আইফোনের ব্যবসা ভালো যাচ্ছে না একদম। বাজার হিস্যা নেমে এসেছে ১৫.৭৬ শতাংশে। ২০১৯ সালে এখন তারা দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল।
তাছাড়া চীনের বাজারে আইফোন বিক্রি টানা তিন মাস ধরে কমেই চলেছে। এক বছরের মাথায় বিক্রি কমেছে প্রায় 33 শতাংশ। তবে অ্যাপল যে শুধু চীনের অর্থনৈতিক দুর্গতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টি তা নয়। মার্কিন-চীন বাণিজ্য সংঘাতের কারণেও এরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপলকে।
তাছাড়া চীনের স্থানীয় ব্র্যান্ড এখন আগের থেকে অনেক ভালো করছে। এ কারণে আইফোন বিক্রি অনেকটাই কমে গিয়েছে। দেশের নিজস্ব ব্র্যান্ড huawei এর ফোন বিক্রি বেড়েছে চৌষট্টি শতাংশ। সামগ্রিকভাবে চীনের অর্থনীতি এখন ভালো যাচ্ছে না।
এজন্য চলতি বছরের প্রথম ছয় সপ্তাহে স্মার্টফোন বিক্রি অনেকটাই কমে গিয়েছে। কাস্টমাররা স্মার্টফোন ক্রয় করা কমিয়ে দিয়েছে। বড় ব্র্যান্ডের ফোন বিক্রি আগের মত নেই। সম্ভবত চীনের বাজারে আইফোনের সোনালি দিনের অবসান হয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।