আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকটে শুক্রবার চীনের সমর্থন পেয়েছে রাশিয়া৷ শীতকালীন অলিম্পিক উপলক্ষে চীন সফরে এই সমর্থন পায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে পুতিন দুই দেশের মধ্যে ‘মর্যাদাপূর্ণ সম্পর্ক’ রয়েছে বলে উল্লেখ করেন৷ খবর এপি, ডিপিএ’র।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে আর কোনও নতুন সদস্য যুক্ত হওয়া সমর্থন করবে না চীন৷ এ ব্যাপারে মস্কোর সঙ্গে একমত হয়েছে বেইজিং৷
এদিকে, ইউক্রেন উত্তেজনা প্রশমনে মস্কো যাচ্ছেন ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা৷
এরপর বৈশ্বিক নিরাপত্তায় ওয়াশিংটনের ভূমিকাকে নেতিবাচক উল্লেখ করে একটি কৌশলগত নথি প্রকাশ করা হয়৷ সেখানে বলা হয়, ‘(স্বাক্ষরকারী) প্রতিটি পক্ষ ন্যাটোর পরিসর বাড়ানোর বিরোধিতা করে এবং নর্থ আটলান্টিক অ্যালায়েন্সকে শীতল যুদ্ধকালীন আদর্শিক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায়৷’
অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থের সম্মান জানানোর আহ্বান করা হয় নথিটিতে৷
ন্যাটো মহাসচিব জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গ রুশ-চাইনিজ বক্তব্যের বিরোধিতা করেন৷ সংবাদমাধ্যম এমএসএনবিসিকে তিনি বলেন, ‘আসলে ন্যাটোর পরিসর বাড়ানো লক্ষ্য না৷ প্রতিটি সার্বভৌম দেশ যেন নিজের পথ বেছে নিতে পারে সেটাই লক্ষ্য৷’
এদিকে, ইউক্রেনকে ঘিরে উত্তেজনা এখনো কমেনি৷ ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সেনা জড়ো করেছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে৷ ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কা করা হচ্ছে৷ যদি হামলা করা হয়, তাহলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠিন অবরোধ আরোপের হুমকি দিয়েছে৷
সংকট নিরসনে ফ্রান্সের পর এখন জার্মানিও আলোচনার উদ্যোগ নিয়েছে৷ ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সোমবার মস্কো ও মঙ্গলবার কিয়েভ সফরে যাবেন৷ শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও ঘোষণা দেন যে তিনি ১৪ ফেব্রুয়ারি ইউক্রেন ও পরদিন রাশিয়া সফর করবেন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।