আন্তর্জাতিক ডেস্ক : ভারত ২০১৯ সালের সেপ্টেম্বরে আন্দামান ও নিকোবর আইল্যান্ডস উপকূলে ভারতের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) বিনা অনুমতিতে সক্রিয় চীনা গবেষণা জাহাজ শিয়ান ১-কে তাড়িয়ে দেয়।
জাতিসঙ্ঘের সমুদ্র আইন ইউএনসিএলওএস অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে কোনো দেশকে অন্যদের ইইজেডে কোনো ধরনের গবেষণা করার অনুমতি দেয়া হয়নি। তবে স্বাভাবিক পরিবেশে এ ধরনের অনুমতি দেয়া হয়ে থাকে। কিন্তু দক্ষিণ চীন সাগরে যে পরিস্থিতি বিরাজ করছে, তার আলোকে চীনকে নিয়ে উদ্বিগ্ন হতেই পারে ভারত।
কারণ, ভারতীয় পক্ষ মনে করছে যে চীন তাদের সামরিক-বেসামরিক সব দিক মিলিয়েই এ কাজ করে থাকে। ফলে পরিস্থিতি বলা যায়, কোনোক্রমেই স্বাভাবিক নয়।
সাম্প্রতিক সময়ে মালদ্বীপে চীনা গবেষণা ও জরিপ জাহাজ জিয়াং ইয়াং হং ০৩ জাহাজের নোঙর করা নিয়ে ভারতে উদ্বেগ সৃষ্টি হয়েচে।
ভারতীয় সূত্র বলছে, এই জরিপ জাহাজের সক্ষমতা নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বিষয়টি সহজভাবে গ্রহণ করা যায় না। এটি আগে ইন্ডিয়ান ওশ্যান রিজিয়নে (আইওআর) কাজ করেছিল। ধারণা করা হচ্ছে, এখানে যেসব তথ্য সংগ্রহ করা হবে, তা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। সাবমেরিন মোতায়েন, সম্ভাব্য মাইন যুদ্ধের সময় সমুদ্রের গভীরতা ইত্যাদি নিয়ে তথ্য সংগ্রহ করা যাবে এই জাহাজের মাধ্যমে।
এ কারণে চীনা জাহাজের মালদ্বীপ সফর নিয়ে ভারত উদ্বিগ্ন।
সূত্র : ডিপ্লোম্যাট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।