বিনোদন ডেস্ক : কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক যুগল ইস্পাহানি আরিফ জাহান। সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানও পেয়েছে সিনেমাটি। সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী ও চিত্রনায়ক এবিএম সুমন।
সিনেমায় কেন্দ্রীয় ‘হৃদিতা’ চরিত্রে অভিনয় করবেন পূজা আর ‘কবির’ চরিত্রে অভিনয় করবেন সুমন। রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় চুক্তিবন্ধ হয়েছেন পূজা-সুমন।
এদিকে সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, প্রথমবারের মতো সাহিত্য নির্ভর সিনেমাতে কাজ করতে যাচ্ছি। সেটাও আবার খুব জনপ্রিয় আনিসুল হকের গল্পে। আমি চেষ্টা করবো গল্পে যেভাবে হৃদিতা সবার মন ছুয়েঁছে সেভাবে যেন পর্দাতেও চরিত্রটিকে জীবন্ত করে তুলতে পারি।
এবিএম সুমন বলেন, চিত্রনাট্যে ৯০-এর দশকের প্রেম-বিরহকে এখনকার সময়ের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। মনে হচ্ছে, ভালো কিছু হবে, অন্তত আমার তা–ই আশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।