আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে চলমান আফগান যুদ্ধ বন্ধে গত শনিবার কাতারের রাজধানী দোহায় ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিলো যুক্তরাষ্ট্র ও বিদ্রোহী জঙ্গি গোষ্ঠি তালেবানদের মধ্যে। এই চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে সকল মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিলো যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছিলো যে, এর মাধ্যমে বুঝি শান্তি ফিরতে যাচ্ছে দেশটিতে। কিন্তু ফের পরিস্থিতি ঘোলাটে হওয়া শুরু করেছে সেখানে।
তালেবানের সঙ্গে করা ঐতিহাসিক এ চুক্তি ভঙ্গ করে বুধবার আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেটে’র বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
এক টুইটবার্তায় তিনি জানান, তালেবান যোদ্ধারা হেলমান্দে আফগান নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলা চালানোয় পাল্টা পদক্ষেপ হিসেবে বুধবার এ বিমান হামলা চালানো হয়েছে।
সনি বলেন, তালেবান প্রতিনিধি দল আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে, তারা সহিংসতা ও হামলার পরিমাণ কমিয়ে আনবে। তাদেরকে অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং ‘অপ্রয়োজনীয় হামলা’ বন্ধ করতে হবে।
বিমান হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি কোনো গণমাধ্যম। তাৎক্ষণিকভাবে তালেবানদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তালেবান হামলায় ২০ আফগান সেনা নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।