বিনোদন ডেস্ক: অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বিয়ের ছবি। তবে কি সত্যিই বিয়ে করেছেন ভাইজান? এ নিয়ে সালমান ভক্তদের আগ্রহের কমতি নেই।
সোশ্যাল মিডিয়ায় সালমানের প্রেমিকা ও বিয়ে নিয়ে নেটিজেনদের কৌতূহলেরও শেষ নেই। অভিনেতা নিজেই কথায় কথায় জানিয়েছিলেন, বিয়ে করার আর বয়স নেই তার। কিন্তু কে কার কথা শোনে। মাঝে মাঝেই সালমানের বিয়ে নিয়ে ওঠে শোরগোল।
এবার সালমানের বিয়ের গুঞ্জনে নাম জুড়েছে সোনাক্ষী সিনহার। এ খবর শুনে রীতিমতো চমকে গেছে ফ্যানরা। এ মুহূর্তে সালমানের সঙ্গে দাবাং ট্যুরে গেছেন নায়িকা। বেশ কয়েকদিন ধরে সোনাক্ষীকে ঘিরে চলছিল নানা গুঞ্জন। কানে আসছিল তার বিয়ের খবর।
তবে সালমানকে বিয়ে করবেন সোনাক্ষী, সে কথা কেউ ভাবেননি। তবে সালমান ও সোনাক্ষীকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।
সালমানের ভাইরাল হওয়া ঐ ছবিতে দেখা যাচ্ছে, সোনাক্ষীকে আংটি পরাচ্ছেন সালমান। একেবারে কনের সাজে হাতে মেহেদী পরে রয়েছেন সোনাক্ষী। এমনকি তার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।
তবে সত্যি কথা হলো, এ ছবিটি পুরোটাই এডিট করা। সালমান ও সোনাক্ষীর ছবি এডিট করে এ ছবি তৈরি করেছেন কোনো এক ফ্যান। যা পছন্দ করেছেন অনেকেই এবং মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।