
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বর্ণের চেইন চুরির সময় সংঘবদ্ধ নারী চোর চক্রের ৮ সদস্যকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।
বুধবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা সংঘবদ্ধ মহিলা চোর চক্রের সদস্যদের পুলিশের হাতে সোপর্দ করেন ।
আটককৃতরা হলেন- মুসলিমা আক্তার (২২), আলামা আক্তার (৩৫), মোছা. করম চাঁন (২০), জরিনা বেগম (৪০), সুমা আক্তার (২৫), ফারজানা আক্তার (২১), রাবেয়া আক্তার (৩৬) ও নূরজাহান (২৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কটিয়াদী সরকারি কলেজ রোড থেকে অটোরিকশাযোগে আকলিমা ও তার মা সুলেখা বাড়ি ফিরছিলেন। পরে উপজেলা মোড় থেকে ৮ জন সংঘবদ্ধ নারী যাত্রী সেজে অটোরিকশায় উঠে। কিছুক্ষণের মধ্য চোর চক্রের সক্রিয় সদস্য সুমা আক্তার আকলিমার গলায় থাকা স্বর্ণের চেইনটি কৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে আকলিমা ও তার মা চিৎকার করলে উপস্থিত স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তাদের কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



