Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চুরি করা গাড়ি নিয়ে অস্ট্রেলিয়ায় চার শিশু ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। দেশটির পুলিশের হাতে ওই চার শিশু ধরা পড়ার আগে রবিবার বানানা শহরের একটি সার্ভিস স্টেশন থেকে পেট্রলও চুরি করেছে তারা। চারজনেরই বয়স ১০-১৪ বছরের মধ্যে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের ইন্সপেক্টর ড্যারেন উইলিয়ামস বলেন, টানা গাড়ি চালালেও এই পথ অতিক্রম করতে আনুমানিক ১০ ঘণ্টা সময় লাগার কথা। গাড়ি নিয়ে পালানো এই চার শিশুর মধ্যে ছেলেশিশু তিনটি, আরেকটি মেয়েশিশু। রবিবার নিউ সাউথ ওয়েলসের গ্র্যাফটন শহর থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই চার শিশুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ। তবে কী অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।