লাইফস্টাইল ডেস্ক : উপমহাদেশে চুলের যত্নে সবচেয়ে পুরনো ভেষজ নিম। এতে ভিটামিন ‘সি’ থাকায় চুলের সুরক্ষায় রাখে বিশেষ ভূমিকা। এক নিমে রয়েছে প্রায় সব সমস্যার সমাধান। চুলে নিমের ব্যবহার নিয়ে লিখেছেন নাঈম সিনহা
খুশকি
সমপরিমাণ নিমপাতা ও গোলাপের পাপড়ি এবং তার দ্বিগুণ অনুপাতে মসুর ডাল ও মেথি নিন। মসুর ডাল ও মেথি ভিন্ন পাত্রে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিমপাতার রস মিশিয়ে নিন। অন্যদিকে গোলাপ পাপড়ির সঙ্গে পানি দিয়ে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন।
এরপর সব মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিন। গোসল করার আগে ৩০ থেকে ৪০ মিনিট লাগিয়ে রাখুন মাথাসহ সব চুলে। সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহারে খুশকি দূর হবে। মাথার উকুন থাকলে সে সমস্যা থেকেও মুক্তি পাবেন। শুষ্ক ও অমসৃণ চুল হবে প্রাণবন্ত। চাইলে শুধু নিমপাতা ও গোলাপ জল দিয়েও খুশকির জন্য প্যাক বানিয়ে নিতে পারেন। এক ভাগ নিমপাতা গুঁড়ার সঙ্গে চার ভাগ গোলাপ জল মিশিয়ে সহজে প্যাক বানিয়ে ফেলুন। আস্তে আস্তে চুলে ও মাথার ত্বকে ম্যাসাজ করে ৪০-৫০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহারে পাবেন খুশকিমুক্ত চুল।
স্কাল্পের সমস্যায়
পানিতে নিমপাতা দিয়ে ৫ মিনিট সিদ্ধ করে নিন। এরপর ঠাণ্ডা হলে পাতাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই নিমপাতা পেস্ট ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। নিমপাতা পেস্ট মাথায় দিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে এক দিন এই প্যাক লাগান। এটি চুলের শুষ্কভাব দূর করবে। মাথার ত্বকের চুলকানি ও র্যাশ সমস্যার সমাধান মিলবে। এ ছাড়া ২ ভাগ নিমপাতার সঙ্গে ১ ভাগ তুলসীপাতা মিশিয়ে ব্লেন্ডারে পেস্ট করে বানিয়ে নিন। এই প্যাক মাথার ত্বকে ভালো করে লাগিয়ে ১ ঘণ্টার পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন নিয়মিত ব্যবহারে স্কাল্পের যেকোনো সমস্যা দূর হবে।
চুল পড়া কমাতে
সমপরিমাণ নিমপাতা, অ্যালোভেরা, আমলকী ও শিকাকাই দিয়ে প্যাক বানাতে হবে। চাইলে সিকি চা চামচ কর্পূরের গুঁড়াও মিশিয়ে নিতে পারেন। এই প্যাক মাথায় ৩০ মিনিট রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহারে আপনার মাথায় নতুন চুল গজাবে। চুল পড়া সমস্যা অনেকটাই কমে যাবে।
প্রাকৃতিক কন্ডিশনার
নিমপাতা ও মধুর মিশ্রন চুলে কন্ডিশনারের কাজ করে। ২ টেবিল চামচ নিমপাতা গুঁড়া, একটা ডিম ও ২ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে প্যাক লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহারে চুল হবে মোলায়েম ও ঝকঝকে। সঙ্গে চুলের গোড়াও হবে মজবুত।
রুক্ষ চুলে
একই পরিমাণ নিমপাতা ও মেহেদি গুঁড়ার সঙ্গে অর্ধেক অনুপাতে চা ও কফি নিন, তার সঙ্গে সামান্য দই ও লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাক মাথায় দিয়ে আধা ঘণ্টা রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন। এতে চুল হবে রেশমি কোমল, দূর হবে রুক্ষভাব।
ঠোঁটের রং বদলে যাচ্ছে? যে মারাত্মক রোগ বাসা বাঁধছে আপনার শরীরে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।