
লাইফস্টাইল ডেস্ক : চটপটা, মুচমুচে খাবার বানাতে বেসনের ব্যবহার তো করাই হয়। ত্বকের যত্নেও বেসন খুবই উপকারী। কিন্তু জানেন কি চুলের যত্নেও বেসনের ভূমিকা উল্লেখযোগ্য। চুলকে প্রাণবন্ত, ঝলমলে করতে বেসন যেমন কার্যকরী, তেমনই চুল লম্বা করতে কিংবা খুশকির সমস্যা থেকে মুক্তি পেতেও কাজ করে রান্নাঘরের এই জিনিসটি।
১। আপনার মাথায় যদি খুশকির সমস্যা থাকে বেসন, টক দুই ও পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করুন। সেটিকে চুলের গোড়ায় লাগিয়ে মিনিট ২০ রেখে শ্যাম্পু করে ফেলুন। খুশকিও যাবে। চুল মজবুতও হবে। সপ্তাহে দু’ থেকে তিনবার ব্যবহার করুন।
Advertisement
২। চুল লম্বা করতে চাইলে বেসনের সঙ্গে আমন্ড অয়েল, অলিভ অয়েল ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। চুলের গোড়ায় ভালোভাবে প্যাকটি লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলেই যথেষ্ট।
৩। চুলকে প্রাণবন্ত, ঝলমলে করতে চাইলে বেসনের সঙ্গে ডিমের সাদা অংশ, টক দুই, লেবুর রস, নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। চুলে ৩০ মিনিট এটি লাগিয়ে রাখুন। তারপর ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহার করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।