লাইফস্টাইল ডেস্ক : যেকোনো মানুষের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে চুলের ভূমিকা অনেক। তাইতো মানুষ সুন্দর চুল পেতে নিয়মিত যত্ন নেন। কিন্তু চুলের যত্ন নিতে গিয়ে কিছু ভুল করে ফেলার ফলে অজান্তেই চুলের ক্ষতি করে ফেলি আমরা।
চুলের পরিচর্যার ভুলগুলো-
আমাদের দেশের আবহাওয়ায় রোজ নিয়ম করে শ্যাম্পু করা উচিত। তবে যারা ঘর ছেড়ে বাহিরে কম বের হন তারা সপ্তাহান্তে তিন দিন করে শ্যাম্পু করতে পারেন। শীতের সময় ধুলো বেড়ে যাওয়ায় খুশকির সমস্যা দেখা যায়। তাই নিয়মিত শ্যাম্পু করতে ভুলবেন না।
রোজ কন্ডিশনিং করতে নেই এই ধারণা থেকে বেরিয়ে আসুন। শ্যাম্পু করলে অবশ্যই চুল কন্ডিশনিং করতে হবে। শ্যাম্পুর পর কন্ডিশনিং না করলে চুল রুক্ষ হয়ে যায়। কন্ডিশনিং করার সময় চুলের গোড়ায় কোনোমতেই লাগানো যাবে না।
চুলের স্বাস্থ্যে ভালো রাখতে প্রতিদিন তেল লাগানোর প্রয়োজন নেই। রোজ চুলে তেল দিলে চুল তেল চিটচিটে হয়ে যায়। আর তাতে ঝামেলা বাড়ে। চুল স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে রাখার জন্য সপ্তাহে এক দিন চুলের গোড়ায় তেল লাগাতে হবে।
চুলের যত্নে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের প্রসাধনী ব্যবহারে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। অতিরিক্ত কেমিক্যালযুক্ত প্রোডাক্টের ব্যবহারে মাথার স্ক্যাল্পের ভীষণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো মানের পণ্য যাচাই করে ব্যবহার করতে হবে।
শীতের সময় অনেকেই গরম পানিতে গোসল করেন। তবে গরম পানি চুল এবং স্ক্যাল্পেরও ক্ষতি করে। গরম পানি চুল থেকে তার স্বাভাবিক ময়েশ্চার ও ন্যাচারাল অ্যাসেনশিয়াল অয়েল কেড়ে নেয়। তাই চুলে গরম পানি ব্যবহার থেকে বিরত থাকায় চুলের জন্য কল্যাণকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।