জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রণোদনা কর্মসূুিচর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে গস, ভূট্রা, সরিষা, শীত কালীন পেঁয়াজ ও মসুর ডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়। প্রণোদনা কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সবুজ বিপ্লব। এ বিপুল সংখ্যক মানুষের অন্নের ব্যাবস্থা করেছে কৃষিবিদরা। কুষির মতো সব সেক্টরে যদি অর্থনৈতিক বুনিয়াদি গড়ে তুলতে পারা যায়, তাহলে দেশ অনেক উন্নত হবে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি নূর আলমের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আয়ূব আলী , উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোরয়াদ্দীসহ স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি প্রায় ৩০০০ হাজার কৃষকের হাতে সার-বীজ তুলে দেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।