দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং একেবারে ঠিকঠাক হয়েছে এমনটা দাবি করতে নিশ্চিতভাবেই চাইবে না ভারতের টিম ম্যানেজমেন্ট। পুরো ৫০ ওভার ব্যাটিং করেও ২৫০ স্পর্শ করতে পারেনি দলটা। গৌতম গম্ভীর তাতে খুশি হবেন না, এটা অনেকটাই নিশ্চিত। এমন এক পারফরম্যান্সের পরেও অবশ্য ভারতের জয় পেতে খুব একটা সমস্যা হয়নি।
দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে বরুণ চক্রবর্তীর দুর্দান্ত স্পেলে ভারত জয় পেয়েছে ৪৪ রানে। আর তাতে নিশ্চিত হয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইনআপ। যেখানে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছে ভারত। গতকালের ম্যাচের পর এক দিনের বিরতি পাচ্ছে টিম ইন্ডিয়া। এরপরেই নামতে হচ্ছে সেমিফাইনালের বিগ ম্যাচে।
গতকালের ম্যাচের পর ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে সবার ওপর দক্ষিণ আফ্রিকা। আর দিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৪ তারিখ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।
পরদিন ৫ তারিখ লাহোরে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যেকার সেমিফাইনাল। ৪ তারিখের ম্যাচে ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।