বিনোদন ডেস্ক : নাদিম ননি ওয়ালা নামে পরিচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটকার নাদিম মোবারককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) লাহোরে ডিফেন্সের নিয়মিত চেকপোস্টে গাড়ি চেক করার সময় গ্রেপ্তার করা হয়েছে এই টিকটকারকে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, মেইন বুলেভার্ড ডিফেন্স নিয়মিত টহলে চেক করার সময় দেখতে পায় টিকটকার নাদিম মোবারকের গাড়ির নম্বর প্লেটটি ভুয়া। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশি হেফাজতে দেয়া হয়।
টিকটকার নাদিমকে গ্রেপ্তারের পর তার গাড়িটি জব্দ করে পুলিশ। একইসঙ্গে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে। তাকে আটকের সময় গাড়ির নম্বর প্লেট ছিল ‘আইকে ৮০৪’।
একইদিন সদর দপ্তর থেকে এসপি আহমেদ জুনাইর চিমার নির্দেশনা জারি করে জানায়, পুলিশ অফিসারদের পোশাক পরিহিত অবস্থায় কোনো টিকটক ভিডিও তৈরি বা শেয়ার করা থেকে সবাইকে নিষেধ করা হলো।
নতুন নির্দেশনা অনুযায়ী কোনো পুলিশ অফিসার বা কর্মকর্তা ডিউটিরত অবস্থায় টিকটক কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া টিকটক কার্যক্রমে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তাতে কোনো ছাড় দেয়া হবে না।
এদিকে অন্য একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ৮০৪ নম্বরটি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জেল আইডি, ‘প্রিজনার নং ৮০৪’। যা মূলত তার গ্রেপ্তারের বিরুদ্ধে সমাবেশের আহ্বান হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তবে এবারই প্রথম নয় টিকটকার নাদিমকে কারাগারে নেয়া। এর আগে ২০২২ সালের শেষ দিকে ইউটিউবার আহদে আলীকে অপহরণ করার চেষ্টার জন্য সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।