স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো জাগরেবের সাথে হারের ২৪ ঘণ্টা পার না হতেই বরখাস্ত করা হয়েছে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ টমাস টুখেলকে। লিগে ছয় ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ- এটুকুতেই এই জার্মান কোচকে ‘দেখা শেষ’ চেলসির নতুন মালিক টড বোহেলির।
এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, টমাস টুখেলের চেলসি অধ্যায় এখানেই শেষ। এখন সবার কৌতূহল একটাই তার স্থলাভিষিক্ত হয়ে স্ট্যামফোর্ড ব্রিজে আসছেন কে? ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন সকার জানিয়েছে, এ মুহূর্তে তিনজনের দিকে চোখ চেলসির। প্রথমজন ব্রাইটনের বর্তমান কোচ গ্রাহাম পটার। বাকি দুজন কোচিংয়ের বাইরে থাকা মাওরিসিও পচেত্তিনো ও জিনেদিন জিদান।
তিনজনের মধ্যে পটারকে প্রথম পছন্দ প্রিমিয়ার লিগে তার সাফল্যের কারণে। ৪৭ বছর বয়সী এই কোচ ২০১৯ থেকে ব্রাইটনের দায়িত্বে আছেন। গত বছর লিগ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৫১ পয়েন্ট অর্জন করে নবম স্থানে লিগ মৌসুম শেষ করে ব্রাইটন। ক্লাবটি ছন্দ ধরে রেখেছে চলতি মৌসুমেও। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে অবস্থান করছে। চার জয়ের একটি আবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এই কীর্তিও তাঁর আগের কোনো ব্রাইটন কোচের নেই। সূত্র বলছে, পটারকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসতে ব্রাইটনের সাথে কথা বলবে চেলসি কর্তৃপক্ষ।
পটারকে না পাওয়া গেলে পচেত্তিনো আর জিদানের দিকে ঝুকতে পারে চেলসি। পিএসজি থেকে বরখাস্ত হওয়ার পর এখনো চাকরিহীন আছেন পচেত্তিনো। আর্জেন্টাইন এই কোচ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়েও ছিলেন, যদিও শেষ পর্যন্ত এরিক টেন হাগ ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব পেয়ে যান।
পচেত্তিনোর মতো জিদানও এ মুহূর্তে ‘ফ্রি এজেন্ট’। রিয়াল মাদ্রিদকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জেতানো এই ফরাসি অবশ্য ইংলিশ লিগে যেতে রাজি হবেন কি না, স্পষ্ট নয়।
গ্রাহাম পটার, মাওরিসিও পচেত্তিনো নাকি জিনেদিন জিদান— চেলসির কোচ হওয়ার দৌড়ে কে এগিয়ে। সেটা জানতে আপাতত অপেক্ষায় থাকতে হবে চেলসি সমর্থকদেরকে।
কারণ শেষ পর্যন্ত কোচ যিনিই হোন, সামনের ম্যাচেই তাকে ডাগআউটে পাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে শনিবার লিগে ফুলহামের বিপক্ষে ম্যাচটি অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত কাউকে দিয়েই সারতে হবে চেলসিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।