চেলসির ৬০০

স্পোর্টস ডেস্ক: অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানের দারুণ জয় পায় চেলসি। তাতে লিগ ইতিহাসে ৬০০তম জয়ের মাইলফলক স্পর্শ করে দ্য ব্লুরা। ৬৯০ জয় নিয়ে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডই তাদের থেকে এগিয়ে।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্ট্যামফোর্ড ব্রিজে তিন গোলের ম্যাচে শুরু ও শেষটা করেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। মাঝখানে স্কোরশিটে নাম লেখান মাতেও কোভাচিচ।

ম্যাচ শেষে লুকাকু বলেন, ১১ বছর বয়স থেকেই এই স্বপ্ন দেখতে থাকি আমি। এই মুহূর্তের জন্য প্রচুর পরিশ্রম করেছি। জয় নিয়ে আমি খুবই খুশি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। ম্যাচের প্রথম মিনিট থেকেই জয়ের ইচ্ছা দেখিয়েছি আমরা।