জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়া অন্য কেউ জাতীয় পার্টির নীতিনির্ধারণী বিষয়ে কথা বলতে পারবেন না।
আজ (৬ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টিতে অন্য কারও বক্তব্য জাতীয় পার্টির নীতি নির্ধারণী বক্তব্য বলে বিবেচিত হবে না। জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত অভিমত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে বিবেচিত হবে।
এতে বলা হয়েছে, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মুখপাত্র হিসেবে কাজ করবেন।
এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর জাপা’র প্রেসিডিয়াম সদস্যদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হলেও দলের নীতিনির্ধারণী পর্যায়ের নানা সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।