মিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান হারুনের লোকজন যুবলীগ নেতা জাকিরের লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে মহি উদ্দিন মহি (৪৮) নামের আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়।
স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে ঘিরে মানিকারচর ইউনিনের চেয়ারম্যান হারুন ও যুবলীগ নেতা জাকির হোসেনের সাথে দীর্ঘদিন ধরে চাপা দ্বন্দ্ব চলে আসছে।
এ নিয়ে সোমবার উপজেলা পরিষদ ভবনের সামনে উভয়ের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ঘটনার রেশ ধরেই হারুন চেয়ারম্যানের লোকজন মহির উপড় হামলা করেছে বলে যুবলীগ নেতা জাকির হোসেন জানান।
হারুন চেয়ারম্যান বলেন, আমি জরুরি কাজে কুমিল্লা ছিলাম, রাতে এসে শুনেছি সোমবারের ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার রাতে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন।
মেঘনা থানার ওসি আব্দুল মজিদ দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার ইফতারের পর অতর্কিত হামলার কথা শুনেছি। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।