জুমবাংলা ডেস্ক: আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায় অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি ভাইরাল হয় এবং এগুলি অনেকেই সমাধান করতে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনই একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে একটি চিতাবাঘ। এই ধরনের ছবিগুলি দেখতে অতি সাধারণ হলেও এর সমাধান খুঁজে পাওয়া বেশ কঠিন।
উপরের ছবিটি দেখলেই প্রথমে গাছ, মাটি, ধুলো দেখতে পাবেন। তবে আরেকটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন চিতাবাঘটি ঘাপটি মেরে বসে রয়েছে। ইতিমধ্যেই যারা বাঘটি খুঁজে পেয়েছেন, মানতেই হবে তাদের চোখ খুবই তীক্ষ্ণ। এই জাতীয় ছবিগুলি আপনার চোখকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবে, যা অপটিক্যাল ইল্যুশনের বৈশিষ্ট্য।
ছবিটি মনোযোগ সহকারে দেখলেই চিতাবাঘটি নজরে আসবে। ছবিতে গাছের কাছে একটি ডাল দেখা যাচ্ছে। এর ঠিক পিছনেই রয়েছে মাটি। সেখানেই শুয়ে রয়েছে একটি ছোট্ট চিতাবাঘ। যেভাবে চিতাবাঘের শাবকটি ঘাপটি মেরে বসে আছে, তাকে সহজে খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য।
আপনি যদি এখনও চিতাবাঘটিকে খুঁজতে ব্যর্থ হন তাতে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আসলে এই জাতীয় চ্যালেঞ্জগুলির মাধ্যমে আমাদের আইকিউ লেভেল বোঝার চেষ্টা করি। এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক চিন্তাভাবনাগুলি এর সমাধান খুঁজে বের করার জন্য যথেষ্ট।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel