Advertisement
চোট কাটিয়ে অবশেষে পিএসজি স্কোয়াডে ফিরলেন উসমান দেম্বেলে। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে আজই দেখা যেতে পারে ব্যালন দ’র জয়ী ফরাসি এই তারকাকে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে লেভারকুসেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
গত ৫ সেপ্টেম্বর হ্যামস্ট্রিংয়ে চোট পান দেম্বেলে। এরপর সব মিলিয়ে ক্লাবের সাত ম্যাচে ছিলেন দলের বাইরে।
লেভারকুসেনের বিপক্ষে স্কোয়াডে আছেন সেন্টার-ব্যাক মার্কিনিয়োসও। চোট কাটিয়ে প্রায় চার সপ্তাহ পর দলে ফিরছেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।