Advertisement
স্পোর্টস ডেস্ক: চলতি মাসের শেষের দিকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন ইংলিশ লেগ স্পিনার ম্যাট পার্কিনসন। তবে সোমবার (২০ জুলাই) অনুশীলনে চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
অনুশীলনে ফিল্ডিং করার সময় গোড়ালিতে মারাত্মকভাবে চোট পেয়েছেন ইংলিশ এই ক্রিকেটার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই অবস্থাতে দলের সঙ্গে জীবাণু সুরক্ষিত পরিবেশেই রয়েছেন পার্কিনসন। তবে তার বদলি কারও নাম ঘোষণা করেনি ইসিবি।
প্রসঙ্গত, এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত হন ইংলিশ ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা পার্কিনসন। দুই ম্যাচ খেললেও ছিলেন উইকেটবিহীন। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে গত বছর টি-টোয়েন্টিতেও খেলেছেন তিনি । ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।